শিরোনাম
ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমা আকতারের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি প্রতিনিধি দল।
দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের নেতৃত্বে দলে ছিলেন জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, আফাজ উদ্দিন আফাজসহ স্থানীয় নেতারা।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান প্রতিনিধি দলের সদস্যরা।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।