শিরোনাম
ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান হবে।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সোমবার বিকেল ৩টায় এ স্মরণসভা শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মরণসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শফিউল বারী বাবু ২০২০ সালের ২৮ জুলাই ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় এ ছাত্রনেতা বিএনপির তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন। একজন দক্ষ সংগঠক হিসেবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন।