বাসস
  ২৬ জুলাই ২০২৫, ১৯:৫৮

মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা

ছবি : বাসস

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিজিবি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

আজ সকালে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেন, ‘ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পর কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন শিক্ষিকা মাহরীন চৌধুরী। শরীরের ৮০ শতাংশ দগ্ধ হওয়ার পরও তিনি শিশুদের প্রাণে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। 

এই আত্মত্যাগ তার সাহসিকতা ও মানবিকতার প্রতীক হয়ে থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান ব্রত। মাহরীন চৌধুরী মানবতার মূর্ত প্রতীক। 

তার আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস।’

মাহরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মাইলস্টোন ট্রাজেডিতে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল মোহাম্মদ নাহিদ হাসান, নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী এবং রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন।