শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাশুকা বেগমের কবর জিয়ারত করেছেন বিএনপির প্রতিনিধি দল।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে শুক্রবার তার কবর জিয়ারতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ জেলা ও স্থানীয় নেতারা।
আরো ছিলেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন (মাহবুব), সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।
এ সময় প্রতিনিধি দল মরহুমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের সান্ত্বনা জানান।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।