শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : তরুণ প্রজন্ম তারেক রহমানকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
আজ শুক্রবার শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং আগামীতে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে বিএনপির সাথে থাকার লক্ষ্যে দিনব্যাপী জনসংযোগের সময় পথসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি সুখি ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এদেশের তরুণ প্রজন্ম। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। তবে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে এবং বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
উপজেলার ধাইনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত দিনব্যাপী জনসংযোগকালে বিএনপির এই নেতা বলেন, বিএনপির শাসনামলে দেশে শিক্ষা, চিকিৎসাসহ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছিল। আর আওয়ামী লীগের আমলে তারা বড় বড় মেগা প্রকল্পের নামে বড় বড় দুর্নীতি করে দেশকে লুটেপুটে খেয়েছে। যার প্রেক্ষিতে দেশের মানুষ আজ আবার বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
তিনি বলেন, দেশে কীভাবে লাখ লাখ বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করা যায়, দেশকে এবং দেশের মানুষকে কীভাবে নিরাপদ ও ভাল রাখা যায় তা নিয়ে সবসময় কাজ করে যাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনসংযোগককালে বিএনপির এই নেতা সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ এবং নারী ভোটারদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ধাইনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।