বাসস
  ২৫ জুলাই ২০২৫, ১৮:২৩

রাজধানীতে তিন ছিনতাইকারী গ্রেফতার 

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : ছিনতাইকৃত মোবাইল ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি। 

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলে- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল(২২)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। 

এসময় সস্ত্রীক তিনি রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীরা চাপাতিসহ তাদের পথরোধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও মানিব্যাগ নিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন।

পরবর্তীতে বিষয়টি তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করলে তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারসহ মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনার ১২ ঘন্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।