শিরোনাম
ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছোট্ট মাসুম বাচ্চাদের এমন কষ্ট ও যন্ত্রণা দেখে মনের অজান্তে চোখের পানি ঝড়েছে। এই মর্মান্তিক ঘটনা চোখে ভাসলে বুকের মধ্যে দুমড়েমুচড়ে ওঠে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিএনপির পক্ষ থেকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ডিয়াবাড়ি গ্রামের একই এলাকার তিন নিহত শিশু পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিহত তিন শিশুর অবিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সান্তনা দেয়ার কোন ভাষা নেই। আমরা সকলে নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
এ সময় নিহত ৩ শিশুর অভিভাবক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনসহ মহানগর ও থানা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, যেকোনো প্রয়োজনে এই তিন পরিবারের পাশে থাকবে বিএনপি। পরে নিহত তিন শিশুর কবর জিয়ারত করেন তিনি।
উল্লেখ্য, মাইলস্টোন দূর্ঘটনার দিন ক্লাস শেষে কোচিং করছিলেন নিহত আরিয়ান, বাপ্পি ও হুমায়রা।