বাসস
  ২৪ জুলাই ২০২৫, ১০:৫৪

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে তারেক রহমান: সাঈদ আল নোমান

ছবি : বাসস

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান।

তিনি জানান, তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ফারুকের দুই সন্তানের শিক্ষাব্যয় ও মা-বাবার চিকিৎসার জন্য গতকাল নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ফারুক চট্টগ্রামের লালখানবাজারের ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় এক ফার্নিচারের দোকানে কাজ করতেন।

গতকাল এই সহায়তা পৌঁছে দেন সাঈদ আল নোমান। এ সময় তিনি বলেন, ‘শহীদ ফারুকের পরিবারের প্রতি এই সহানুভূতিশীল পদক্ষেপের পেছনে রয়েছে তারেক রহমানের সরাসরি মনোযোগ ও মানবিক অনুভূতি। তিনি পরিবারের দুর্দশা সম্পর্কে জেনে গভীরভাবে মর্মাহত হয়েছেন এবং তাদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন।’

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।