শিরোনাম
রংপুর, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ ও রংপুর জেলা কৃষকদলের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে’ রংপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চন্দনপাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব মো. আনিছুর রহমান লাকু।
এ সময় উপস্থিত ছিলেন- কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর জেলা কৃষকদলের আহবায়ক মো. আনোয়ার শাহাদত, সদস্য সচিব দিল মেরাজুল ইসলাম দুলু, যুগ্ম আহবায়ক কাজী বেলাল ও মমিনুল ইসলাম খান সজীবসহ জেলা কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।