শিরোনাম
ঢাকা, ২৪ জুলাই ২০২৫ (বাসস) : সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া জেলাধীন দৌলতপুরের আদাবাড়িয়া বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ফরাজী ও তার পরিবারের সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মো. শহিদুল ইসলাম ফরাজী, তার স্ত্রী ও ভাই-বোনসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়। এছাড়া এতে মাইক্রেবাসের চালকেরও প্রাণহানি ঘটে।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘লোমহর্ষক সড়ক দুর্ঘটনায় আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র নেতার একই পরিবারের ৭ জনসহ গাড়ির চালক নিহত হওয়ার ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। একই পরিবারের এতগুলো প্রাণ ঝরে যাওয়ার ঘটনা পরিবারের সাথে সংশ্লিষ্টদের নিকট কতটা মর্মস্পর্শী তা বলার অপেক্ষা রাখে না। দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন গভীর শোকে শোকাহত পরিবারের গার্জিয়ান ও অন্যান্য সদস্যসহ আত্মীয়স্বজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
নিহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব।