শিরোনাম
ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস): সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগে ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শাহবাগ থানার ওসি মো. খালিদ মুনসুর বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে।