বাসস
  ২৩ জুলাই ২০২৫, ২০:৫৪
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২৩:৩৬

বিমান বিধ্বস্তে নাগরিকদের নিয়ে তদন্ত কমিটি গঠনের আহ্বান ইসলামী আন্দোলনের

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নাগরিকদের অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বস্তুনিষ্ঠ তথ্য সামনে নিয়ে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ আজ বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। 

তিনি বলেন, ‘হতাহতদের চিকিৎসা এবং ক্ষতিপূরণ প্রদানে সরকার আন্তরিক হবে বলেই আমরা বিশ্বাস করি। এই সরকার দেশ গঠনের প্রত্যয় নিয়ে গঠিত একটি সরকার। এই ধরণের দুর্ঘটনা ও তৎপরবর্তী ব্যবস্থাপনায় এই সরকার একটি উত্তম দৃষ্টান্ত স্থাপন করুক সেটাই আমাদের প্রত্যাশা।’