বাসস
  ২৩ জুলাই ২০২৫, ১৬:৫৫

চট্টগ্রামে ১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় অবৈধ নকল প্রসাধনী, শিশু খাদ্য মজুদ ও বিক্রির দায়ে ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় অবৈধ নকল প্রসাধনী, শিশু খাদ্য মজুদ ও বিক্রির দায়ে ১১টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রিয়াজউদ্দীন বাজারে অবৈধ নকল প্রসাধনী ও শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস সামগ্রী মজুদ ও বিক্রয়ের জন্য ১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, নকল লাক্স সাবান ৫১১টি এবং বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। পরে জব্দকৃত মালামাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।