বাসস
  ২২ জুলাই ২০২৫, ২০:২৬
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২০:৩৪

শেওড়াপাড়ার শামীম সরণীতে একটি ভবনে আগুন

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর শেওড়াপাড়ায় শামীম সরণীতে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, শেওড়াপাড়ার শামীম সরণীতে ৫৩১ নম্বর হোল্ডিংয়ের একটি চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মিরপুর ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছে।

রাফি আল ফারুক বাসসকে বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।