বাসস
  ২২ জুলাই ২০২৫, ১৯:১৮

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২০৬৯ মামলা

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গতকাল অভিযান চালিয়ে ২ হাজার ৬৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এসময় ৩০০টি ডাম্পিং ও ১৩০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।