শিরোনাম
কুমিল্লা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলা মামলার আসামি মাহফুজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুবাই যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে, বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মাহফুজ ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আটজন নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি। তিনি মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তাকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।