বাসস
  ২২ জুলাই ২০২৫, ১৫:০২

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারকের আপিলের রায় ৩০ জুলাই

ঢাকা, ২২ জুলাই, ২০২৫(বাসস) : মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মোবারক হোসেনের আপিলের রায় ৩০ জুলাই ঘোষণা করা হবে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানি শেষে আজ রায়ের এই দিন ধার্য করেন।

আদালতে মোবারকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক। প্রসিকিউশন পক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

মোবারক হোসেনকে ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ডাদেশ দেন। মামলার পাঁচটি অভিযোগের মধ্যে একটি (এক নম্বর অভিযোগ) প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং আরেকটি (তিন নম্বর অভিযোগ) প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনটি অভিযোগে (২, ৪ ও ৫ নম্বর) খালাস দেওয়া হয়।

রায়ের বিরুদ্ধে একই বছর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দণ্ডাদেশ বাতিল ও খালাস চেয়ে আবেদন করেন মোবারক।