শিরোনাম
ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)-গুলশান।
গ্রেফতাররা হলেন, মো. আবু জাহের (৫৬) ও মনোয়ারা বেগম (৫২)।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিবি’র গুলশান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকায় এসেছে এবং বিক্রয়ের উদ্দেশ্যে কিছু ব্যক্তি তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে আট হাজার পিস ইয়াবাসহ আবু জাহের ও মনোয়ারা বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে গোয়েন্দা পুলিশ আরো জানায়, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।