বাসস
  ২২ জুলাই ২০২৫, ০৯:২২

বিমান দুর্ঘটনায় আহতদের পাশে জেডআরএফ চিকিৎসক দল

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জেডআরএফ চিকিৎসক দল। ছবি: বাসস

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর চিকিৎসক প্রতিনিধিদল।

সোমবার রাতে জেডআরএফ-এর জরুরি চিকিৎসক প্রতিনিধিদলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আহতদের চিকিৎসার বিস্তারিত খোঁজখবর নেন।

প্রতিনিধি দলে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, বিএনপির সহ স্বাস্থ্য সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর ডা. পারভেজ রেজা কাকন, কো-অর্ডিনেটর ডা. সাজিদ ইমতিয়াজ, স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আশরাফুল ইসলাম মানিক, যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল প্রমুখ।

জেডআরএফ-এর চিকিৎসক প্রতিনিধিদল জানায়, তারা আহতদের চিকিৎসা নিশ্চিতে সর্বাত্মক মনিটরিং করবে এবং পাশে থাকবে।