বাসস
  ২১ জুলাই ২০২৫, ১৯:৫৩
আপডেট : ২১ জুলাই ২০২৫, ২০:২২

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় যাত্রাবাড়ীতে ড্রোন শো স্থগিত

ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে যাত্রাবাড়িতে অনুষ্ঠাতব্য আজকের ‘ড্রোন শো’ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদল হক জিহাদের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে পতিত হয়ে শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গভীরভাবে শোকাহত।

এ প্রেক্ষিতে রাজধানীর (ডেমরা) যাত্রাবাড়ি জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার শহীদ স্মরণ মঞ্চে অনুষ্ঠাতব্য আজকের ‘ড্রোন শো’ স্থগিত করা হয়েছে।