শিরোনাম
ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই আন্দোলনের ছয় শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা শাখা।
শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে সম্মাননা স্মারক, নগদ অর্থ, ফল হাদিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা প্রদান করা হয়। জেলা শাখার সহ-সভাপতি আলহাজ জাকির হোসেন পাটওয়ারীর সৌজন্যে এ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রাপ্তরা হলেন- ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের সৈয়দ মোস্তফা কামাল (রাজু), ২ নম্বর নোয়াগাও ইউনিয়নের ওয়াদ আলী মুন্সি বাড়ির আনোয়ার হোসেন, ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর মিয়াজি বাড়ি রাকিব হোসেন, ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন শ্রীরামপুর রাজ বাড়ির শামসুল ইসলাম, ৬নং লামচর ইউনিয়নের পানপাড়া সত্তর ভুইয়া বাড়ির রিপন হোসেন এবং ১০ নম্বর ভাটরা ইউনিয়নের নলচড়া গ্রামের আহম্মদ উল্লাহ মাস্টার বাড়ির কাউসার মাহমুদের পরিবার।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি মাওলানা মহি উদ্দিন, রামগঞ্জ উপজেলার সভাপতি ডা. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াসিন পাটওয়ারী, যুব আন্দোলন সভাপতি এইচ এম হাবিবুর রহমান ও ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা সহ-সভাপতি মুহা. মাসুম বিল্লাহ প্রমুখ।