বাসস
  ২০ জুলাই ২০২৫, ২১:১৫

জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ

সমাবেশ সফল করায় কৃতজ্ঞতা প্রকাশ। ছবি : বাসস

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শনিবার অনুষ্ঠিত জাতীয় সমাবেশ সার্বিকভাবে সফল করায় দেশবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা  প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ এক বিবৃতিতে দেশবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বিবৃতিতে তিনি বলেন, ‘শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সার্বিকভাবে অত্যন্ত সফল হয়েছে। সমাবেশে যোগদানকারী জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, পেশাজীবী, ছাত্র, কৃষক, শ্রমিক, শিক্ষক, ওলামায়ে কেরাম, অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাবৃন্দ, দেশের সর্বস্তরের জনতা, ডিএমপি ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের আন্তরিক সাহায্য সহযোগিতার কারণেই আমাদের পক্ষে এত বড় সমাবেশ সার্বিকভাবে সফল করা সম্ভব হয়েছে।  দেশের জনগণ জামায়াতে ইসলামীর প্রতি তাদের সহানুভূতি ও ভালোবাসা অব্যাহত রাখবে বলে আমরা আশা করি। আমরাও দেশ ও জাতির সেবা এবং কল্যাণে আমাদের সর্বশক্তি দিয়ে যথাযথ ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ।’ 

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে যান। এসময় তারা জামায়াত আমিরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্য কামনা করেন। এছাড়া দেশি বিদেশি অনেক শুভাকাঙ্ক্ষী ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া করেছেন। জামায়াত আমির তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।