বাসস
  ১৯ জুলাই ২০২৫, ১৯:২১

জুলাই শহীদদের নামে সিলেটে বৃক্ষরোপণ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সিলেটে সরকারি উদ্যোগে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত। ছবি : বাসস

সিলেট, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশের ন্যায় সিলেটে সরকারি উদ্যোগে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় সিলেট নগরের কাজিরবাজার জামিয়া মাদানিয়া ইসলামিয়া প্রাঙ্গণে গেজেটভুক্ত ১৪ শহীদের নামে ১৪টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, জামিয়া মাদানিয়া ইসলামিয়ার মুহতামিম আল্লামা আব্দুস সোবহান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম, মাদরাসার শিক্ষক এবং শহীদ পরিবারের সদস্যরা।

বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।