বাসস
  ১৮ জুলাই ২০২৫, ২৩:৪৯

বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আজ নওগাঁ মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন। ছবি : বাসস

নওগাঁ, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কারও কারণে দলের দুর্নাম হয়, এমন কাজ করবে না। যারা অন্যায়-অপকর্ম করছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে মামলা ও গ্রেপ্তার করতে বলা হচ্ছে।’

আজ শুক্রবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘এখনও আন্দোলন সংগ্রাম শেষ হয়নি। একটি গোষ্ঠী চায় না দেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসুক। তারা নির্বাচন চায় না।

ভোটাধিকার ফিরে আনার জন্য আমাদের আবারও আন্দোলন করতে হবে। আন্দোলনের পাশাপাশি নির্বাচনে জিততেও হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। যিনি ধানের শীষ প্রতীক পাবেন আমরা তার। নওগাঁয় প্রত্যেকটা আসন ধানের শীষের প্রার্থীকে জেতাতে হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম। 

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এম এ মতিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী প্রমুখ।

জানা যায়, সর্বশেষ ২০১২ সালে মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর শুক্রবার নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অবশ্য ২০১৭ ও ২০২৩ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

সম্মেলনে কাউন্সিলরদের ঐকমত্যের ভিত্তিতে দুই বছরের জন্য এম এ মতিন সভাপতি ও শরিফুল ইসলাম বাবুল সাধারণ নির্বাচিত হন। 

প্রত্যক্ষ ভোটে দুটি সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন সামসুল আলম বাদল ও বিশ্বজিৎ সরকার।