শিরোনাম
ঢাকা (উত্তর), ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরা পূর্ব থানা জামায়াতের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে মিছিলটি উত্তরার আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে আজমপুরস্থ উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জাতীয় সমাবেশ সফল করতে সকলকে অংশ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে প্রতিষ্ঠা হোক ইসলামের বাংলাদেশ। এই দেশ কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের জন্য নয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরার সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, থানা নায়েবে আমির সুলতান আহমেদ, কর্মপরিষদ সদস্য হামিদুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।