বাসস
  ১৮ জুলাই ২০২৫, ২৩:০০

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জ, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

এতে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী থানার এসআই নুর আলম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ শুক্রবার (১৮ জুলাই) বিকালে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্থ করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।

ওসি কামাল হোসেন বাসসকে জানান, গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করায় ৭৪ জনের নাম উল্লেখ করে ও  অজ্ঞাতনামা  আরও  ৩০০ জনকে আসামি করা হয়েছে।