বাসস
  ১৮ জুলাই ২০২৫, ২০:৪৭

জুলাই শহীদদের স্মরণে ঢাকায় এবি পার্টির প্রতীকী কফিন মার্চ 

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই শহীদদের স্মরণে আমার বাংলাদেশ (এবি) পার্টি আজ রাজধানীতে প্রতীকী কফিন মার্চ কর্মসূচি পালন করেছে। 

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহীদদের স্মরণে প্রতীকী কফিন রোড মার্চে বক্তৃতাকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জুলাই অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল, সংগঠক ও অ্যাক্টিভিস্টদের পরস্পরের প্রতি হেয় করে উসকানিমূলক কথা বলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের ভিত্তিতে যারা রাজপথে অকাতরে রক্ত ও জীবন বিলিয়ে দিয়েছেন, ১ বছর যেতে না যেতেই তাদের একে অপরের প্রতি হিংসাত্মক বক্তব্য শহীদের রক্ত ও আত্মদানের প্রতি অসম্মান বলে মনে করছি।’ এসময় তিনি গোপালগঞ্জে ফ্যাসিবাদী আওয়ামী-ছাত্রলীগের গণতন্ত্র বিরোধী কর্মসূচি, নানা অবয়বে আওয়ামী লীগের পুনর্বাসন প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন।

রাজধানীর বিজয় নগর, যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা, মীরপুরসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। 

এসব পথসভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, আলতাফ হোসাইন ও এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকনসহ  কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

প্রতীকী কফিন মার্চ বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বর থেকে শুরু হয়ে প্রথমে যাত্রাবাড়ী মোড়ে শহীদ চত্বরে যায়। সেখানকার পথসভা শেষ করে তারা ক্রমান্বয়ে বাড্ডা, উত্তরা হয়ে মীরপুর ১০ নম্বর চত্বরে এসে সমাপ্ত হয়। 

প্রতীকী কফিনবাহী রোড মার্চে আরও অংশগ্রহণ করেন এবি পার্টির শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্য সচিব সেলিম খান, যুব পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ, গণপরিহন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ কেন্দ্রীয়, মহানগর উত্তর, দক্ষিণ, যুব পার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।