বাসস
  ১৮ জুলাই ২০২৫, ১৫:৩৬

জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন প্রচার ও মিডিয়া উপ-কমিটির বৈঠক

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির (প্রচার ও মিডিয়া) বৈঠক হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৈঠকে কেন্দ্রীয় প্রচার, মিডিয়া ও আইটি, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের প্রচার, মিডিয়া ও আইটি এবং ইসলামী ছাত্রশিবিরের প্রচার, মিডিয়া ও আইটি বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় প্রচার, মিডিয়া ও আইটি উপ-কমিটির সার্বিক কাজের পর্যালোচনা করা হয়। 

পাশপাশি শনিবারের (১৯ জুলাই) জাতীয় সমাবেশ সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বশীলদের মধ্যে সুনির্দিষ্টভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।