বাসস
  ১৭ জুলাই ২০২৫, ১৯:৫২

মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ ডাকাত কারাগারে

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে রাজধানীর মতিঝিল এলাকায়  ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ডাকাত দলের পাঁচ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো  আসামিরা হলেন-আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭), ও পরেশ অধিকারী (৩৫)।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মতিঝিলের বলাকা চত্বর এলাকায় ডাকাতি করার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ইংরেজিতে র‌্যাব লেখা দু’টি কালো রঙের কটি, একটি কালো রঙের ওয়াকি-টকি ও একটি হ্যান্ড কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ।