শিরোনাম
ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে সহকারী পুলিশ কমিশনারের (মোহাম্মদপুর জোন) অফিসে উদ্ধারকৃত উক্ত মোবাইল ফোন প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।
মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ গত দুই মাসে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন সেটগুলো উদ্ধার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।