বাসস
  ১৭ জুলাই ২০২৫, ১৫:২২

র‌্যাবের কটি, ওয়ারলেস সেট ও হ্যান্ডকাফসহ পাঁচ ‘ডাকাত’ গ্রেফতার

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৫০ লাখ টাকা ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ‘ডাকাত’কে’ গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে র‌্যাবের কটি, ওয়ারলেস সেট ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন।