বাসস
  ১৭ জুলাই ২০২৫, ১৩:৪৪

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

গোপালগঞ্জ, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে কারফিউ জারি করেছে প্রশাসন।

কারফিউর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সদর থানার ওসি মির সাজেদুর রহমান এ তথ্য বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।