শিরোনাম
ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শহীদদের আত্মার শান্তি কামনায় আজ বুধবার সন্ধ্যা ৬ টায় বিশেষ প্রার্থনা সভা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জয়ন্ত সেন দীপু, জে এল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, সুভাশিষ বিশ্বাস সাধন, বিপ্লব দে, মহানগর সার্বজনীন পূজা কমিটির পূজা বিষয়ক সম্পাদক দিলীপ ঘোষ, সহ-দপ্তর সম্পাদক এবং সুজিত ঘোষ।
প্রার্থনা সভা পুরোহিত্ব করেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পুরোহিত নিখিল চক্রবর্তী।