বাসস
  ১৬ জুলাই ২০২৫, ১৯:৫৭

জুলাই শহীদ দিবস উপলক্ষে এফবিসিসিআই’র দোয়া ও মিলাদ মাহফিল

ছবি: এফবিসিসিআই ফেসবুক পেইজ

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আজ জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

রাজধানীর মতিঝিল এলাকায় এফবিসিসিআই’র কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে এফবিসিসিআই’র কর্মকর্তা-কর্মচারি ও মুসিল্লিগণ অংশ নেন। 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেশের ছাত্রজনতা ও সাধারণ মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন। আমরা যদি প্রত্যেকে নিজ-নিজ অবস্থান থেকে জাতি ও রাষ্ট্রের প্রতি আমাদের যথাযথ দায়িত্ব পালন করি, তাহলে তাদের এই আত্মত্যাগ অর্থপূর্ণ হবে।

এফবিসিসিআই প্রশাসক গনঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আাহতরা যাতে সুচিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন- সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।