শিরোনাম
ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর পুরনো ঢাকায় মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার মামলায় পাথর নিক্ষেপকারী মো. রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বিষয়টি জানান।
গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় লাল চাঁদ ওরফে সোহাগকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে, ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়।
এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।