শিরোনাম
ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আগামী দিনে বিশ্বের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এটি ভবিষ্যৎ বিশ্বের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৃথিবীর যেখানেই কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠতে চাইবে, তাকে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করতে হবে।
তিনি বলেন, দুর্নীতি, অনাচার, অনিয়ম, অব্যবস্থাপনা, সন্ত্রাসী, চাঁদাবাজদের কবল থেকে জাতিকে মুক্ত করতে জুলাইয়ের যোদ্ধারা জীবন ও রক্ত দিয়েছেন। যারা অন্যায়ের বিরুদ্ধে জীবন দেন, তারা যেন আল্লাহর রাস্তায়ই জীবন দিলেন। আল্লাহর দৃষ্টিতে তারা শহীদ।
মঙ্গলবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন-মতিঝিল জোনের (ঢাকা-৮ আসন) উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
তিনি উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে যোগ দিয়ে জাতীয় স্বার্থে ৭ দফা আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াত আমীর বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহত-পঙ্গুদের পুনর্বাসন, জুলাই সনদ প্রণয়ন, রাষ্ট্রের সংস্কার এবং গণহত্যার বিচার। অথচ ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী সকল শহীদ পরিবারকে আর্থিকভাবে দুই লাখ টাকা করে উপহার দিয়েছে, যাতে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারে।
তিনি জানান, পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিল জামায়াতে ইসলামী। জুলাইয়ের শহীদদের নিয়ে ১০ খণ্ডে মোট ১৫’শ পৃষ্ঠার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে, আরো দুই খণ্ডের কাজ চলছে। আগামী ১ আগস্ট আরবি ও ইংরেজি ভাষায় এর অনুবাদ প্রকাশিত হবে, যাতে কেউ জুলাইয়ের ইতিহাস মুছে দিতে বা বিকৃত করতে না পারে।
আগামীতে আহতদের নিয়ে আলাদা বই প্রকাশ করবে জামায়াতে ইসলামী।