বাসস
  ১৬ জুলাই ২০২৫, ১০:০১

কারামুক্ত হলেন সাবেক যুবদল নেতা শরিফুল ইসলাম তুহিন

কারামুক্তি পেলেন পাবনার ঈশ্বরদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। ছবি: বাসস

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস): দীর্ঘ ২২ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন পাবনার ঈশ্বরদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তিনি মঙ্গলবার পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান। এ সময় কয়েক হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।