বাসস
  ১৩ জুলাই ২০২৫, ১৪:১৭

মিটফোর্ডে সোহাগ হত্যায় আরও ২ জন গ্রেফতার

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- মো.রাজিব হোসেন ও মো. সজিব।

এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হলো।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসিম উদ্দিন বাসস’কে বলেন, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আজ সকালে ঢাকা ও ঢাকার বাইরে পুলিশ অভিযান চালিয়ে রাজিব ও সজিব নামে ২ জনকে  গ্রেফতার করেছে।

গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। 

পরের দিন এই ঘটনায়  নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 

মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।