বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪

চবি মেডিকেলকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : উপাচার্য

চবি মেডিকেলকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি : বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। কারণ, স্বাস্থ্য ভালো না থাকলে পড়াশোনা হবে না। চবি মেডিকেলকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে।

আজ রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের আয়োজনে চবি মেডিকেলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চবি শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, আমরা শিক্ষার্থীদের সব ধরনের সেবা দিতে বদ্ধপরিকর। স্বাস্থ্য সেবা এর মধ্যে অন্যতম। এছাড়া মানসিক স্বাস্থ্যসেবাসহ অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা এখন আমাদের চবি মেডিকেলে করা যাচ্ছে। আশা করি, চাকসু সামনের দিকে আরও ভালো উদ্যোগে গ্রহণ করবে।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, করোনার সময় মেট্রোপলিটন হাসাপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। উনারা এখন চাকসুর ডাকে সাড়া দিয়ে আমাদের ক্যাম্পাসে ফ্রি স্বাস্থ্যসেবা দিতে এসেছেন। 

ডা. এ কে এম ফজলুল হক বলেন, আমরা কয়েক জায়গায় ফ্রি মেডিকেল সেবা দিয়েছি। ক্যাম্পাসের মধ্যে এটাই প্রথম। এ সেবা অব্যহত থাকবে। 

এ সময় তিনি মেট্রোপলিটন হাসপাতালে চবি শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ (শর্ত সাপেক্ষে) ছাড়ে সেবা প্রদানের আশ্বাস দেন।

চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব, মেট্রোপলিটন হাসাপাতালের ডিরেক্টর আমেনা শাহীন, মেট্রোপলিটন হাসাপাতাল লিমিটেডের চিকিৎসকগণ, কর্মকর্তা, চাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

মেডিকেল ক্যাম্পে ২ হাজার ১০০ শিক্ষার্থী সেবা নিয়েছেন। এর মধ্যে আগে থেকে নিবন্ধন করেছিলেন প্রায় ১ হাজার ৭০০ জন, আর তাৎক্ষণিকভাবে বুথে নিবন্ধন করে সেবা নিয়েছেন আরও ৪০০ জন। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা মোট আটটি বিভাগের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সেবা গ্রহণ করেছেন। 

চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।