শিরোনাম

চট্টগ্রাম, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রবাহী বাসের ধাক্কায় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত নয়জন।
অপরদিকে কর্ণফুলী থানা এলাকায় গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ধুমঘাট ফরেষ্ট অফিসের সামনে দাঁড়িয়ে থাকা গাছ বোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নুর আলমের ছেলে নাফিজ আয়ন (১৬), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার মো. হেলালের মেয়ে ছানিতুন নাহার (২৫) ও গাইবান্ধা জেলার ফুলতলি থানার কাতলামারী গ্রামের মৃত নয়া বেপারীর ছেলে মন্টু মিয়া (৪৫)।
এদের মধ্যে নাফিজ আয়ন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৭তম ব্যাচের ছাত্র। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে এবং আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মহাসড়কের ঢাকামুখী লেইনের ধুমঘাট ফরেষ্ট অফিসের সামনে গাছ বোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। এসময় সেন্টমার্টিন পরিবহনের দ্রুতগামী একটি দ্বিতল যাত্রীবাহী বাস দাঁড়ানো ট্রাকের পিছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। কিন্তু দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক মো. বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ থানায় আনা হয়েছে। আহত নয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও বাসের চালকরা দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। গাড়ি দুইটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পিএবি সড়কে গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, সকালে মোটরসাইকেলে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন আব্বাস। মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।