শিরোনাম

নারায়ণগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার রূপগঞ্জ উপজেলায় আজ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাহীন মিয়া (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাাচল তিনশ’ ফুট সড়কের আলমপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বারচর এলাকার মফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, সোমবার সকালে শাহীন মিয়া ও আলামিন মোটরসাইকেল যোগে পূর্বাচল থেকে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেন। ভুলবশত তারা তিনশ’ ফুট সড়কের একটি শাখা সড়কে প্রবেশ করেন। পরে শাখা সড়কের শেষ প্রান্তে আলমপুরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহীন মিয়া নিহত হন। গুরুতর অবস্থায় আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।