বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৮

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত

টাঙ্গাইল, ১৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলার মির্জাপুর উপজেলায় আজ কাঠ বোঝাই রিকশা ভ্যান উল্টে আব্দুল মিয়া (৫০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকালে উপজেলার আবাদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল মিয়া জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আব্দুল মিয়া তার ভ্যানে চেরাই করা কাঠ নিয়ে হোসেন মার্কেট-ছিটমামুদপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আবাদ বাজারের পূর্ব পাশে খানাখন্দ রাস্তায় তার রিকশা ভ্যানটি উল্টে যায়। এতে কাঠসহ ভ্যানের নীচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) আতাউর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।