শিরোনাম

ঝালকাঠি, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ঝালকাঠিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন এ বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কুশংগল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আইয়ুব আলী হাওলাদার।
স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব।
সাংবাদিক এস এম রেজাউল করিমের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, মো. রেজাউল করিম প্রমূখ। পরে সংসদ নির্বাচন ও গণভোটের ওপর প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।