শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় আজ আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রাকসহ ভারতীয় বাজি, তেল সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক এককোটি ১৫ লাখ ৮৫০ টাকা।
আজ শুক্রবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল এসব মালামাল জব্দ করে।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র কুমিল্লা ব্যটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কুমিল্লা ব্যাটালিয়নে (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর এলাকায় বিজিবি টহলদল একটি ট্রাকসহ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করে। এসব মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাজি, রেডবুল ও ডাবর আমলা প্রভৃতি। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য এককোটি ১৫ লাখ ৮৫০ টাকা।
বিজিবি’র কুমিল্লা ব্যটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল সমূহের ক্ষেত্রে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে