শিরোনাম

চট্টগ্রাম, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) মারা গেছেন। এ ঘটনায় আরিফ নামে একজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (৭ ডিসেম্বর) নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকা সংলগ্ন হাটহাজারী-নাজিরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে।
এমরান চৌধুরী চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের ছেলে। তিনি দুই সন্তানের পিতা।
স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে বুড়িপুকুর পাড়ের একটি চায়ের দোকানে চা খেয়ে এমরান চৌধুরী ও একই এলাকার আরিফ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে আসা কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি
(জিপ চট্টগ্রাম খ-২৯৪৪) তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে দু’জনই ছিটকে পড়েন। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে চাঁদের গাড়ির নিচে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে। এমরান চৌধুরীকে নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম জানান, আজ রোববার বাদে জোহর চারিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এমরানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি ও চালকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।