শিরোনাম

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শ্রমিক, কৃষক, খেটে খাওয়া নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য দাবি ও হিস্যা আদায়ের লক্ষ্যে আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশ ও মাথাল মিছিল করবে গণসংহতি আন্দোলন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এতে আরও উপস্থিত থাকবেন টাঙ্গাইল-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথি, জেলা সদস্য সচিব ফারজানা জেসমিন ও টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদসহ স্থানীয় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
কর্মসূচির আয়োজকরা জানান, শ্রমিক-কৃষক ও প্রান্তিক মানুষের ন্যায্য সুবিধা প্রতিষ্ঠার দাবি জানাতে ও বৃহত্তর জনমত গড়ে তুলতে এই সমাবেশ ও মাথাল মিছিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।