শিরোনাম

চুয়াডাঙ্গা, ২১ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার আলমডাঙ্গা উপজেলায় আজ অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য ও তেল প্রস্তুত এবং সংশ্লিষ্ট লাইসেন্স নবায়ন না থাকায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাই রোড ও আনন্দধাম রোড এলাকায় তদারকিমূলক এ অভিযানকালে এ জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুর রহমান।
সহকারী পরিচালক মামুনুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে অপরিচ্ছন্নভাবে সরিষা থেকে তেল উৎপাদন ও সংশ্লিষ্ট লাইসেন্স নবায়ন না থাকায় রফিকুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স অলিফ অয়েল মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে ফিরোজ রহমানের প্রতিষ্ঠান মেসার্স মডার্ন বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের দায়ে মিলন মাহমুদের প্রতিষ্ঠান মেসার্স মজিদ হোটেলকে ১০ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না থাকায় অলিদুন নবীর প্রতিষ্ঠান মেসার্স অভি ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলায় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।