শিরোনাম

চুয়াডাঙ্গা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে সরিষার তেল তৈরি করায় চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের এক মিল মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার বিকেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলকায় অভিযান পরিচালনা করা হয়। বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় নোংরা পরিবেশে ইদুরের বিষ্ঠা, মরা পোকা ও অন্যান্য ময়লা মেশানো সরিষা দিয়ে তেল তৈরি করতে দেখা গেছে একটি মিলে। এভাবে তারা দীর্ঘদিন ধরে সরিষার তেল প্রস্তুত করে বাজারজাত করে আসছিল।
এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় অসীম কুমার অধিকারী এর প্রতিষ্ঠান মেসার্স জয় গোপাল ওয়েল, চিড়া ও মুড়ি মিলকে ৭০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ভালো মানের পরিচ্ছন্ন সরিষা দিয়ে তেল তৈরি ও বাজারজাত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং পুলিশের একটা টিম।