বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:৩৪

গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার  

গাইবান্ধা, ১৫ জানুয়ারি ২০২৬ (বাসস): নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আসিফ সরকার নাশকতাসহ বেশ কয়েকটি মামলায় জড়িত। গণ-অভ্যুত্থানের ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রাতে শহরের কলেজ পাড়ায় অবস্থিত তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আসিফকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।