বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪

রাজশাহীতে চলন্ত বাস থেকে ফেলে যুবক হত্যায় চালক গ্রেপ্তার

রাজশাহী, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহীতে চলন্ত বাস থেকে যুবককে ফেলে দিয়ে হত্যা মামলার মূলহোতা আসামি চালক রুবেল ইসলামকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গতকাল রোববার সন্ধ্যায় র‌্যাব-৫, রাজশাহী ও র‌্যাব-১ এর যৌথ দল গাজীপুরের কাশিমপুর থানাধীন মোহাম্মদী নগর লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রুবেল রাজশাহী মহানগরের চকপাড়ার দেওপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

আজ সোমবার র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, এজাহার সূত্রে জানা যায় মামলার বাদী দুলাল হোসেনের ছোট ভাই ভিকটিম আলাউদ্দিন, ছোট বোন রুমি খাতুন এবং তার ছোট বাচ্চাসহ ভিকটিমের শ্বশুরবাড়ি গোদাগাড়ী যাওয়ার জন্য গত ৩০ নভেম্বর বিকেলে রওনা হন। লিলি হলের মোড় থেকে তারা চাঁপাইনবাবগঞ্জগামী ‘রাহুল ডিলাক্স পরিবহন’ নামের একটি বাসে ওঠেন।

ভিকটিম গাড়িতে ওঠার পর হেলপারকে বসার ছিট করে দেওয়ার কথা বললে হেলপার, চালক ও সুপারভাইজার তার কথায় কর্ণপাত না করে গাড়ি দ্রুত চালিয়ে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যেতে থাকে। বাদীর বোন ও ভিকটিম তাদের বার বার অনুরোধ করলে একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে কিল ঘুসি মারতে থাকে এবং চালক দ্রুত গাড়ি চালাতে থাকে। 

একপর্যায়ে চালকের নির্দেশে হেলপার ও সুপারভাইজার তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে ভিকটিমের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। পরবর্তীতে বাদী মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ও সাক্ষীসহ অন্যান্য লোকজনের সহায়তায় ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় নিলে চিকিৎসাধীন অবস্থায় এক ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় চালক, হেলপার ও সুপারভাইজারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

এর ধারাবাহিকতায়, র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী ও র‌্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ আভিযানিক দল আসামিদের ধরতে অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় কাশিমপুর থানাধীন মোহাম্মদী নগর লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি রুবেলকে গ্রেপ্তার করে। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।